লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ।

সূত্রঃ                                                                       তারিখঃ 1-08-2019

প্রেস বিজ্ঞপ্তি

আগামী ১৪ ই আগষ্ট ২০১৯ রোজ বুধবার লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের আয়োজনে  লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর মাঠ প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের এসএসসি,এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীদের নাম,পিতার নাম,স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয়ের নাম এক কপি ছবি নিম্নোক্ত ই-মেইল ঠিকানা অথবা লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের কার্যালয়ে পৌঁছে দেবার অনুরোধ করা যাচ্ছে । ই-মেইল করার ঠিকানা lahuriastudentforum@gmail.com.

সংবর্ধনা ক্যাটাগরিঃ

-প্রথম শ্রেনী চাকুরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ।

-২০১৮ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়য়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ।

-২০১৯ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ।

-২০১৯ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ।

-২০১৯ সালের জেএসসি বা সমমান পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ।

-২০১৮ সালের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ৭ম,৮ম ও ১০ম শ্রেনীতে ১ম,২য় ৩য় স্থান অধিকারী।

[বিঃদ্রঃ শিক্ষার্থীকে অবশ্যই লাহুড়িয়া হাঃআঃকঃএকাডেমী,হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক বিদ্যাপীঠ,আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়,সিঃ সিঃ ফাযিল মাদ্রাসা,এস এম এ আহাদ মহাবিদ্যালয়,শরশুনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে।]

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.